বর্তমান প্রজন্মের মানসিক সমস্যাগুলোর মধ্যে একদিকে যেমন আছে ডিপ্রেশন তেমনি অপর দিকে আছে আসক্তি।
এই সকল মানসিক সমস্যা সমাধানে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষে কাজ করছে ছায়া ডিজিটাল। বর্তমান সময়ে ছোট থেকে বড় সকল বয়সের মানুষের মধ্যে বিষণ্ণতা-হতাশা তথা ডিপ্রেশন পরিলক্ষিত। এই ডিপ্রেশনকে জয় করতে ছায়া ডিজিটাল বিভিন্ন কোর্স, ফ্রি কল, লাইভ সাপোর্টসহ বিভিন্ন পদ্ধতিতে সেবা প্রদান করে থাকে।
মানসিক সমস্যার অবসান ঘটিয়ে সকলের জীবনকে সুন্দর করে তোলাই ছায়া ডিজিটালের মূল লক্ষ্য।